আপনার ভাষায় রুট
মোবাইল রুট করা সম্পর্কে বিস্তারিত বকবকানি
ভাই, আপনারা ব্যাকতে রুট রুট গরি গরি ফল অই গ্যেঁইয়ুন। সব জায়গায় সবার প্রশ্ন দেখি শুধু, রুট কেমনে করব? রুট কী? কত টাকা লাগবে? মোবাইলের নাকি সমস্যা হবে সব উত্তর দিচ্ছি এই পোস্টে। তো চলেন শুরু করা যাক। আই মিন আলোচনা।
তো প্রথম কথা হচ্ছে রুট কি? দেখেন ভাই, আমার ঘরে ভাই আমিই রাজা। আমার টাকায় সংসার চলে। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মানে ঘরের হর্তা-কর্তা আরকি যাকে বলে। ঘরের মাথা হইলাম আমি। কিন্তু কিন্তু কিন্তু! মাথা সবকিছুকে নিয়ন্ত্রণ করলেও মাথাকে নিয়ন্ত্রণ করে ঘাড়। মাথা কোনদিকে ঘুরবে ওইটা ঘাড়ের সিদ্ধান্তে উপর নির্ভর করে। মানে ঘরে আমি সিদ্ধান্ত নেই ঠিকই, বাট আমি কি সিদ্ধান্ত নেব সে সিদ্ধান্ত নির্ভর করে, সখিনার সিদ্ধান্তের উপর। ঠিক একইভাবে, আপনার মোবাইলে আপনি কি করবেন সেটা আপনার বিষয়। বাট!!! আপনার বিষয় কি হবে সেটা নির্দিষ্ট করে দেয় কোম্পানি। মানে আপনার মোবাইল আপনি কোন গন্ডি পর্যন্ত চালাবেন সেটা মোবাইল কোম্পানি ঠিক করে দেয়। যেমন: আপনি মোবাইলে যা ইচ্ছা তা ইন্সটল করতে আর আনইন্সটল করতে পারবেন। কিন্তু আপনি কখনোই আপনার মোবাইলের ক্যালকুলেটর আনইন্সটল করতে পারবেন না।
মানে এডি কুনু কতা!!! আমার মোবাইল আমি যা ইচ্ছা তা করব। কার কি? আমরা তো এই নিয়ম মানবো না। এই নিয়ম ভাঙ্গতে হবে। আর এই নিয়ম ভাঙ্গাই হলো রুট করা। সহজ ভাষায়, রুট হচ্ছে মোবাইলের সুপার ইউজার পারমিশন, যার সাহায্যে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন। লিটেরেলি যা ইচ্ছা!
আচ্ছা। এটা গেল রুট কি? এবার আসি রুটের সুবিধা আর অসুবিধাগুলো কি কি? রুটের সুবিধা আর অসুবিধা অনেক আছে। তার মধ্যে কয়েকটা সুবিধা:
1. মোবাইলে Custom Rom ইন্সটল করতে পারবেন।
2. Pre-installed App/Blotware আনইন্সটল করতে পারবেন।
3. CPU Overclock করতে পারবেন।
4. Battery Performance বাড়াইতে পারবেন।
5. মোবাইলের অনেক অনেক হিডেন ফিচার এক্সসেস করতে পারবেন।
6. মোবাইলের পারফর্মেন্স বুস্ট করতে পারবেন।
7. ব্যাটারি পাওয়ার সেভ করতে পারবেন।
8. এড ব্লক করতে পারবেন এবং আরো অনেক অনেক কিছু করতে পারবেন
কয়েকটা অসুবিধা:
1. মোবাইলের ওয়ারেন্টি চলে যাবে।
2. মোবাইলের সিকিউরিটি অনেক বেশি দূর্বল হয়ে যাবে। ফলে ভাইরাস দিয়ে খুব সহজে মোবাইল এট্যাক হবে।
3. মোবাইল হ্যাক করা অনেক সহজ হয়ে যাবে।
4. সামান্যতম ভুল আপনার মোবাইলটারে একটা ইট-মাস্তুল এর মত জিনিস বানাই দিবে।
5. অনেক সময় রুট করলে মোবাইলের ক্যামেরা বা ফিঙ্গারপ্রিন্টের মত ফিচার নষ্ট হয়ে যায় ইত্যাদি
তাইলে এখন রুট করার সবচেয়ে নিরাপদ পদ্ধতি কি? দুইটা পদ্ধতি আছে:-
1. আপনার বাসায় পরে থাকা মোবাইলে যেটা এখন ইউজ করেন না সেটা ব্যবহার করেন।
2. মোবাইলে এমন ভার্চুয়াল এন্ড্রয়েড ইউজ করেন যেটাতে রুট এক্সসেস আছে। আমার পার্সোনাল সাজেশন VMOS Pro
এই দুইটা পদ্ধতিতে রুট করলে আপনার মেইন মোবাইল পুরো সুরক্ষিত থাকবে। চাইলে আপনার মেইন মোবাইলও রুট করতে পারেন। বাট সেটা আপনার রিস্ক। আর রুট কেমনে করবেন বা VMOS Pro এগুলো অনেক ডিটেইল্ড প্রসেস প্লাস মোবাইলভেদে সম্পূর্ণ আলাদা। তাই এগুলো ইউটিউবে সার্চ করাই বেটার। আর হ্যাঁ, কম্পিউটার ছাড়া মোবাইল রুট করা অনেক অনেক টাফ। তো এই আরকি।
ভালো থাকবেন, ভালো রাখবেন। Bদায়
logging out.......